ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীর সিরামিক রোডে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পল্লবীর সিরামিক রোডে বাসে আগুন

ঢাকা: রাজধানীর পল্লবী থানার সিরামিক রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে পল্লবী সিরামিক রোডে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি খালি ছিল। এতে কোনো যাত্রী বা কোনো মানুষ ছিল না।  

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া বলেন, সিরামিক রোডে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এঘটনায় হতাহত বা নিহতের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এমএমআই/এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।