ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু হয়ে ঢাকার পথে বেনাপোল এক্সপ্রেস

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পদ্মা সেতু হয়ে ঢাকার পথে বেনাপোল এক্সপ্রেস

বেনাপোল (যশোর): বেনাপোল থেকে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ঢাকা যাচ্ছে যাত্রীবাহী ট্রেন বেনাপোল এক্সপ্রেস।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বেনাপোল রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

জানা গেছে, দীর্ঘদিন অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুরে ওই ট্রেনটি বেনাপোল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটি প্রথমদিনে বেনাপোল স্টেশন থেকে ৩৫০ যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এছাড়া এ ট্রেনটিতে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবেন।  

বেনাপোল রেল স্টেশনের সেকেন্ড মাস্টার জাকির হোসেন বলেন, বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটিতে আগের থেকে অনেক সময় কম লাগবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।