ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকল হারপিক-ক্লিনার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
নকল হারপিক-ক্লিনার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: নকল হারপিক ও ক্লিনার বিক্রির অপরাধে রাজধানীর কারওয়ান বাজারের তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি একটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

অভিযানে কিচেন মার্কেটের বিভিন্ন দোকানে নকল হারপিক, নকল গ্লাস ক্লিনার ব্রাসো, নকল ফ্লোর ক্লিনার লাইজল ইত্যাদি পাওয়া যায়।  

নকল হারপিক ও ক্লিনার বিক্রির অভিযোগে মার্কেটের তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানের সব প্রকার কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়। পাশাপাশি এসব দোকান থেকে বিপুল পরিমাণ নকল হারপিক, ব্রাশো এবং লাইজল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।