ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

জীবন বীমায় নতুন এমডি, বেতার ও প্রাথমিক শিক্ষায় ডিজি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
জীবন বীমায় নতুন এমডি, বেতার ও প্রাথমিক শিক্ষায় ডিজি

ঢাকা: জীবন বীমা করপোরেশনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ বেতার এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নাজমুল হুদা সিদ্দিকীকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াকে বাংলাদেশে বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।