ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বাসায় মিলল মায়ের মরদেহ, মেয়ে পুলিশ হেফাজতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
বাড্ডায় বাসায় মিলল মায়ের মরদেহ, মেয়ে পুলিশ হেফাজতে

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডা বেপারীপাড়া এলাকার একটি বাসা থেকে মাকসুদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে জখম রয়েছে।

মেয়ে স্মৃতিকে (২৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।  

শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে বাড্ডা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।  

সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পরিবারের সঙ্গে ওই নারী ব্যাপারীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন। খবর পেয়ে ওই বাসা থেকে রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম রয়েছে। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তার মেয়ে স্মৃতিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।