ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে চরমপন্থি দলের সদস্যকে বোমা মেরে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
যশোরে চরমপন্থি দলের সদস্যকে বোমা মেরে হত্যা

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ নভেম্বর) রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় হত্যাসহ চারটি মামলা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে এসে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফেরেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মেরেছেন। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিয়া চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার নামে কমপক্ষে চারটি মামলা আছে। কারা ও কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।