ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কেএনএফের সঙ্গে প্রথম বৈঠক করল শান্তি প্রতিষ্ঠা কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
কেএনএফের সঙ্গে প্রথম বৈঠক করল শান্তি প্রতিষ্ঠা কমিটি ফাইল ছবি

বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়া মুনলাই কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে নয় সদস্য এবং কেএনএফের পাঁচ সদস্য অংশ নেন। এছাড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক ঘিরে মুনলাইপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা ৩০ মিনিটে। বৈঠকে সাংবাদিককের প্রবেশের কোনো সুযোগ ছিল না।

এর আগে অনেকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপক্ষের বৈঠক হলেও সরাসরি এটিই প্রথম বৈঠক। বৈঠকে কেএনএফের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়।

আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় বৈঠক করার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লা।  

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা দুই পক্ষই সন্তুষ্ট। আজকে বৈঠকে যা হলো তা আমরা সরকারকে জানাব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। ’

বেশ কিছু মাস ধরে পাহাড়ে তৎপর বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ। তাদের সন্ত্রাসী তৎপরতায় শান্ত পাহাড়ি জনপদ এক পর্যায়ে অশান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সেখানে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মূল সদর দপ্তরসহ অনেক আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া কেএনএফের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে গত ২২ জুন ১৮ সদস্যবিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।