ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোর পুলিশ সুপারের স্ত্রী বিপ্লবী রানী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, নভেম্বর ৬, ২০২৩
যশোর পুলিশ সুপারের স্ত্রী বিপ্লবী রানী আর নেই

যশোর: যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী এবং এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী মারা গেছেন।

রোববার (৫ নভেম্বর) দিনগত রাত ১টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিপ্লবী রানী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ইতোপূর্বে ভারতের মুম্বাই ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং সাড়ে ৯টায় সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে তার মরদেহে শ্রদ্ধা জানানো হবে। পরে নেত্রকোনার বারহাট্টাস্থ নিজ বাড়িতে মরদেহ সৎকার করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।