ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে লাল টেপ মোড়ানো দুটি বস্তু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে লাল টেপ মোড়ানো দুটি বস্তু কলাভবনের টয়লেট থেকে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের টয়লেট থেকে লাল টেপ মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে বস্তু দুটি ককটেল কি না, তা এখনো জানা যায়নি।

সোমবার (৬ নভেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

তিনি জানান, সকালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ভেতরে একটি টয়লেটে লাল টেপ মোড়ানো দুটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়।

এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা বস্তু দুটি সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। তবে বস্তু দুটি ককটেল কি না, তা এখনও জানা যায়নি। এগুলো কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।