ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
গৌরনদীতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: সড়কের পাশে যত্রতত্রভাবে গাছ, ইট, বালু ও পাথর রাখার দায়ে গৌরনদী উপজেলার সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান।

অভিযানে ওই সাত ব্যবসায়ীকে নয় হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।