ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সেন্ট মার্টিনে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:২১ পিএম, নভেম্বর ৬, ২০২৩
সেন্ট মার্টিনে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় সেন্ট মার্টিনের উত্তর সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সমুদ্রসৈকতে মরদেহটি দেখতে পান তারা। এ বিষয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহটি সাগর থেকে ভাসতে ভাসতে উঠে এসেছে। শরীরের অধিকাংশ পচে গেছে।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও হাফপ্যান্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসবি/এএটি

বাংলাদেশ সময়: ৭:২১ পিএম, নভেম্বর ৬, ২০২৩ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।