ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসায় মিলল গৃহকর্মীর মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
সিলেটে পুলিশ কর্মকর্তার বাসায় মিলল গৃহকর্মীর মরদেহ 

সিলেট: সিলেটে পুলিশ কর্মকর্তার বাসা থেকে জামিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) নগরের সাগরদিঘিরপাড়ের বহুতল ভবন আপন ব্লু-টাওয়ারের ১২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত জামিয়া আক্তার সুনামগঞ্জের ছাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

জামিয়া ওই বাসার ভাড়াটিয়া মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ফোর্স) মঞ্জুরুল আহসানের বাসায় গৃহকর্মী ছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কী কারণে ওই আত্মহত্যা করেছে তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।