ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া।

গ্রেপ্তার মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়কের পাশাপাশি জেলা যুবদলেরও যুগ্ম আহ্বায়ক।

ওসি মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের দায়ের করা একটি মামলায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সুমনকে গ্রেপ্তার করেছে।

যুবদল নেতা সুমন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের দায়ের করা একটি মামলায় জামিনে রয়েছেন। তবে সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

যোগাযোগ করা হলে হবিগঞ্জ ডিবির ওসি মো. নূর আলম যুবদল নেতা সুমনেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।