ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
শিবচরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে পূর্ব শত্রুতার জের ধরে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন একই এলাকার নুরুল ইসলাম মৃধা ও তার দুই ছেলে পাপ্পু মৃধা এবং ফরহাদ মৃধা। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে নুরুলকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী রকি হাওলাদার ও তার লোকজন। এসময় ঠেকাতে গেলে নুরুলের দুই ছেলেকেও কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে আহত বাবা ও দুই ছেলেকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।