ঢাকা: আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করবেন। এজন্য কক্সবাজার রেলস্টেশনে মাস্টার হিসেবে মো. শফিকুল ইসলামকে পদায়ন করে বাংলাদেশ রেলওয়ে।
রেল সূত্র জানিয়েছে, নানান অনিয়মে জড়িত মো. শফিকুল ইসলামকে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে মাস্টার হিসেবে পদায়নের পর রেলওয়ে শ্রমিক লীগসহ নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে রেলওয়ে শ্রমিক লীগ মহাপরিচালক ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন সংগঠনের নেতারা। ফলে শফিকুল ইসলামকে তড়িঘড়ি করে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে চট্টগ্রামে ফেরত আনা হয়।
এদিকে ১৯ বছর ধরে চট্টগ্রাম রেলস্টেশনে পড়ে আছেন স্টেশন মাস্টার (গ্রেড-৩) মো. শফিকুল ইসলাম। এর মধ্যে তার বদলির সুপারিশ হলেও ক্ষমতার দাপটে রয়ে গেছেন এক জায়গায়।
এর আগে ২০০৪ সালে চট্টগ্রাম রেলস্টেশনে সহকারী স্টেশন মাস্টার হিসেবে চাকরিতে যোগ দেন মো. শফিকুল ইসলাম। এরপর টানা চাকরি করে যাচ্ছেন চট্টগ্রামে। এরমধ্যে ২০১০ সালে মিরসরাইয়ে একবার বদলি হলেও সেই স্টেশন বন্ধ থাকায় গ্রেড বাড়িয়ে তাকে আবারও চট্টগ্রাম রেলস্টেশনে রাখা হয়।
বাংলাদেশ রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, শফিকুল ইসলাম বিএনপি-জামায়াতের সাথে জড়িত। সে শ্রমিক দলের পদে ছিল। তার নিয়োগের পরে আমরা প্রতিবাদ করলাম, পরে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, আমি বিএনপি-জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত নই। এগুলো সব গুজব। যারা এই পদ পায়নি তারা গুজব ছড়িয়েছেন। আমি কী করি না করি সব গোয়েন্দা সংস্থা ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। আমি নিয়ম মেনে আবার চট্টগ্রামে যোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, এমন স্টেশনে কাউকে পদায়নে আমরা প্রথমে নিরাপত্তার বিষয়টি দেখি। এছাড়া কর্মদক্ষতার বিষয়ও রয়েছে। মো. শফিকুল ইসলামকে হয়তো ভুলে পদায়ন করার পর তা আবার সংশোধন করে চট্টগ্রামে ফেরত আনা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এনবি/এমজেএফ