ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

অগ্নিসন্ত্রাসীর হাত পুড়িয়ে দেবেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
অগ্নিসন্ত্রাসীর হাত পুড়িয়ে দেবেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর: নেতাকর্মীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যদি কেউ কোথাও অগ্নিসংযোগ করে তাকে ধরে ওই আগুন দিয়েই তার হাত পুড়িয়ে দেবেন।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার প্রস্তুতি হিসেবে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণহানি করে বিএনপি-জামায়াত জোট দেশের ক্ষমতায় যেতে চায়। তাই তারা একেরপর এক অগ্নি সংযোগ ও মানুষ হত্যা করছে। তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এভাবে কেউ কখনও ক্ষমতায় যেতে পারে না। তাই বিএনপির হরতাল ও অবরোধের নামে সব ধরনের অগ্নি সংযোগ ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি কেউ কোথাও অগ্নি সংযোগ করে তাকে ধরে ওই আগুন দিয়েই তার হাত পুড়িয়ে দেবেন।

তিনি আরও বলেন, কেউ আওয়ামী লীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবেন, তা ঠিক না। নৌকা ফুটা করবেন তারা কোনো আওয়ামী লীগ না। তার মীর জাফর বা খন্দকার মোস্তাক। যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করব। তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কেননা, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতার প্রতীক। তাই আমাদের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই সবাই কাজ করবেন। তাই নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন   উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে মন্ত্রী উপজেলার সদর হতে সাতকাছিমা পর্যন্ত কালিগঙ্গা নদীর ভাঙ্গন রোধে তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।