ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার অনুরোধ যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার অনুরোধ যুক্তরাষ্ট্রের

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন।  

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ অনুরোধ করেন।

বাংলাদেশে ইউনিয়নকর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে এক বিবৃতিতে ডেপুটি আন্ডার সেক্রেটারি  থিয়া লি বলেন, যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বাংলাদেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে শ্রমিক ও ট্রেড ইউনিয়নিস্টদের ওপর সহিংসতা বৃদ্ধি এবং দমনপীড়ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শ্রম বিভাগ রাসেল হাওলাদার এবং আঞ্জুয়ারা খাতুনের কথিত পুলিশের গুলির নিন্দা জানায়।

‘ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির’ ২৬ বছর বয়সী রক্ষণাবেক্ষণ অপারেটর এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার বিক্ষোভের সময় নিহত হয়। ২৩ বছর বয়সী সেলাই মেশিন অপারেটর এবং দুই সন্তানের জননী আঞ্জুয়ারাও বিক্ষোভের সময় নিহত হয়।  

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই শ্রমিকদের সমাবেশের স্বাধীনতাকে সম্মান করতে, শ্রমিকদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং হাওলাদার ও খাতুন হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে। আমরা ন্যূনতম মজুরি আন্দোলনের সঙ্গে জড়িত বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের একজন শ্রমিক সংগঠক জুয়েল মিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি, যাতে এটি শ্রমিক এবং তাদের পরিবারের চাহিদা পূরণ করে। ভবিষ্যৎ অস্থিরতা রোধ করার জন্য, আন্তর্জাতিক শ্রম সংস্থার আহ্বান অনুযায়ী, আমরা বিদ্যমান শ্রম আইনের সংশোধনেরও আহ্বান জানাই, যাতে সব শ্রমিক তাদের সংগঠনের স্বাধীনতা এবং সমষ্টিগত দর কষাকষির অধিকার পুরোপুরি প্রয়োগ করতে পারে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।