ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক

মাদারীপুর: মাদারীপুরে ২ হাজার ৫টি ইয়াবা ট্যাবলেটসহ সোহানুর রহমান সোহান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক সোহান জেলার ডাসার উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী বেপারীর ছেলে।  

ওসি এএইচএম সালাউদ্দিন জানান, সকালে জেলা সদর উপজেলার বাইতুন মামুর জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে ইয়াবাসহ সোহান নামে ওই যুবককে আটক করে মাদারীপুর ২ নম্বর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান পুলিশ। এ সময় সোহানের কাছ থেকে ২ হাজার ৫টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।