ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন রোববার ফাইল ছবি

ঢাকা: প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনভেনশনের প্রথমে রাজনৈতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক মেজর (অব.) আবদুল মান্নান, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, বিএনএমর যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার এম সরোয়ার হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

সাংগঠনিক অধিবেশনে সারাদেশ থেকে আসা দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। দলের সভাপতি, চাকসুর ভিপি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক, চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া বিকশিত করার লক্ষ্য নিয়ে গত ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের আত্মপ্রকাশ ঘটে।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।