ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

কারাগারে অসুস্থ তিন বন্দির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
কারাগারে অসুস্থ তিন বন্দির ঢামেকে মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন বন্দি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) ও আব্দুর রব (৭০)।

এদের মধ্যে প্রথম দুজন হাজতি এবং তৃতীয়জন ছিলেন কয়েদি।

আব্দুর রব শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মারা যান। তার আগে সকাল সাড়ে ১০টার দিকে মারা যান বাচ্চু মিয়া (৪০)। এরও আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় সেলিম মিয়ার (৩৩)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, গত ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রব। সেদিনই তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেলে মারা যান তিনি।

সেলিম মিয়া বৃহস্পতিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তখন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। আর সকালে জরুরি বিভাগেই মৃত্যু হয় বাচ্চু মিয়ার। হাসপাতালের মর্গে সেলিম ও বাচ্চু মিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেলিম মিয়া বিজয়নগর থানার হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু মিয়া ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি। তবে আব্দুর রবের মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গেই রাখা আছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, তিন বন্দি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।