ঢাকা: আঞ্জুয়ারা-রাসেল-ইমরানের মৃত্যুর বিচার ও সরকারকে মজুরি পুনর্বিবেচনা করার আহ্বানে বিক্ষোভ সভা ও মিছিল করেছে ১১ সংগঠনের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন।
শুক্রবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ করে জোটটি।
সমাবেশে নেতারা যখন পোশাক শ্রমিকরা মজুরি প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন করে আসছে তখন গাজীপুরে ও আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলা-গুলি-সাউন্ড গ্রেনেড–রাবার বুলেট- টিয়ারসেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। গাজীপুর কোনাবাড়ীতে আন্দোলন চলাকালীন সময় আঞ্জুয়ারা নিহত হবার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে আঞ্জুয়ারাসহ এই আন্দোলনে নিহত রাসেল ও ইমরানের জন্য এক জীবনের সমান ক্ষতিপূরণ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
নেতারা বলেন, আঞ্জুয়ারা তার স্বামী জামাল- দুজনই তাদের দুই সন্তানকে গ্রামে দাদা-দাদীর কাছে রেখে গাজীপুরে এসেছিল আরেকটু ভালো থাকার চিন্তায়। তিনবেলা খেয়ে-পড়ে বাঁচার আশায়। অথচ মজুরি প্রত্যাখ্যানের আন্দোলনে তাদের প্রাণ দিতে হল।
তারা বলেন, হামলা-মামলা-গ্রেপ্তার বা ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখা, নিয়োগ বন্ধ রাখা বা শ্রমিক এলাকায় ভীতি না ছড়িয়ে দ্রুত মজুরি পুনর্বিবেচনা এই মুহূর্তে সময়ের দাবি। পোশাক শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার এই দাবি সরকার, মালিক এবং বায়ার তিন পক্ষ যৌথভাবে নিতে হবে।
তারা আরও বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে ১১ সংগঠনের জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনসহ অন্যান্য শ্রমিক সংগঠন ৪০ লাখ পোশাক শ্রমিককে খেয়ে-পরে বাঁচার প্রয়োজনে ২৫ হাজার টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে। কারণ, বাজারের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের বেঁচে থাকা দায়। অথচ সরকার মজুরি ঘোষণা করেছে মাত্র ১২ হাজার ৫০০ টাকা, যে টাকায় শ্রমিকদের এই বাজারে বাঁচা অসম্ভব।
মজুরি বাড়াতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের আহ্বায়ক এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে ও জোটের সদস্য সচিব এবং গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, তাসলিমা আখতার, সাদেকুর রহমান শামীম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সভাপতি মো ইয়াসিন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সভাপতি মাসুদ রানা, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক শবনম হাফিজ, জাতীয় সোয়েটার গার্মেন্টস ফেডারেশনের সভাপতি এ এম ফয়েজ হোসেন ও গার্মেন্ট শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা বিপ্লব ভট্টাচার্য প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসআইএ