ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

আরিফুল-সৌভিক ‘হত্যার’ বিচার দাবি বন্ধুদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আরিফুল-সৌভিক ‘হত্যার’ বিচার দাবি বন্ধুদের

ঢাকা: গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম এবং ঢাবি ছাত্র ফেডারেশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক সৌভিক করিমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তাদের বন্ধু ও সহযোদ্ধারা।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইস্কাটনে দুর্ঘটনাস্থলে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে তারা এ দাবি করেন।

 

আজ দুর্ঘটনাস্থলে আরিফুল ও সৌভিকের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত বন্ধু ও সহযোদ্ধারা ‘সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে’, ‘জীবন কোনো সংখ্যা নয়’, আরিফুল ইসলাম ও সৌভিক করিম হত্যার বিচার করো’ লেখা প্ল্যাকার্ড হাতে নীরব প্রতিবাদ জানান।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, কণ্ঠশিল্পী শায়ান, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার, সমগীতের সভাপতি দিনা তাজরিন, শিক্ষক বীথি ঘোষ, সম্মিলিত পেশাজীবী সংহতির সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন, সৈকত মল্লিক, চিত্র পরিচালক হাবিবুর রহমানসহ গণসংহতি ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।

এর আগে বাদ আসর রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সেখানে উপস্থিত ছিলেন- অধ্যাপক আহমেদ কামাল, প্রয়াত আরিফুল ইসলামের বাবা খায়রুল ইসলাম, সৌভিক করিমের বাবা এটি এম ফজলুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয়তাবাদ সমমনা জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান প্রমুখ।

গত মঙ্গলবার রাতে ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারের সামনের সড়কে দুর্ঘটনায় আরিফুল ও সৌভিক নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে ইটবাহী ট্রাকের ধাক্কায় তারা প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।