ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায এক দম্পতি নিহত  হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের মেয়ে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দম্পতি হলেন- সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার।  

নিহতদের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, বিকেলে মোটরসাইকেলে করে সোনারগাঁ থেকে রূপগঞ্জ যাওয়ার পথে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ও তার স্ত্রী তাহমিনা। এ সময় গুরুতর আহত হয় তাদের সঙ্গে থাকা ছয় বছর বয়সী মেয়ে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।  

এ ঘটনায় চালককে আটক করা না গেলেও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।