ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ১১, ২০২৩
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে ঐক্য পরিষদ নেতাদের বৈঠক

ঢাকা: ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অতি সম্প্রতি ঢাকায় অবস্থানরত ফিলিস্তিনি রাষ্ট্রদূত মি. রামাদানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল।  

সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য রঞ্জন কর্মকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অপর দু’জন সদস্য ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ও ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

বৈঠকে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের এক লিখিত বিবৃতি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

বিবৃতিতে গাজা উপত্যকায় নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি জনগণ বিশেষ করে নারী ও শিশুদের ওপর  ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এর মধ্য দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে, যা অনতিবিলম্বে বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আবশ্যকীয়তা দেখা দিয়েছে।

লিখিত বিবৃতিতে সুস্পষ্টভাবে আরও বলা হয়, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য জুড়ে উদ্ভূত সমস্যার সমাধান নিহিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।