ঢাকা: ফেনী কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা, ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ফেনী জেলার আহ্বায়ক, ফেনী জেলা জাসদের (ইনু) সাবেক সভাপতি, নতুন প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকাস্থ ফেনী গুণীজন ও মুক্তিযোদ্ধা মূল্যায়ন পরিষদের সভাপতি, সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী রোববার (১২ নভেম্বর)।
২০০৮ সালের এদিনে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।
উল্লেখ্য, তিনি সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতী, কলামিস্ট ও নটরডেম ইউনিভার্সিটির ইংরেজির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার বাবা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ও ঢাকার রামপুরায় মিলাদ মাহফিল, কোরআন খতম ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আরবি