ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবলেট রুম ভাড়া নেওয়ার নামে চুরি, গ্রেপ্তার ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
সাবলেট রুম ভাড়া নেওয়ার নামে চুরি, গ্রেপ্তার ১ গ্রেপ্তার রুবেল ফকির

ঢাকা: রাজধানীর মিরপুরে সাবলেট রুম ভাড়া নেওয়ার নাম করে চুরি করার অভিযোগে মো. রনো মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রনো ফরিদপুর জেলার সদরপুর থানার পশ্চিম শ্যামপুর গ্রামের আব্দুল মান্নান কাজীর ছেলে।

রোববার (১২ নভেম্বর) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাবলেট ভাড়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন রুবেল ফকির। সেই বিজ্ঞাপন দেখে গত ৭ নভেম্বর রুম ভাড়া নিতে আসেন রনো। রুম পছন্দ হয়েছে উল্লেখ করে তিনি রাতে সেখানেই থেকে যান। তার কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে রুম ভাড়া দেওয়া ব্যক্তিদের জানান তিনি সকালে দেবেন। কিন্তু তারা সকালে ঘুম থেকে উঠেই দেখেন রনো নেই। এবং টেবিলে থাকা তার মোবাইলফোন, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আরও মূল্যবান জিনিসপত্রও নেই। বাইরে থেকে রুম বন্ধ করে রনো পালিয়ে গেছেন। পরে থানায় মামলা করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুরের ৬০ ফিট থেকে রনোকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা মোবাইলফোন ও অন্যান্য মালামাল সাভার থেকে জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩ 
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।