ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেয়র পদে অভিষেক: আমন্ত্রণপত্র নিয়ে বড়ভাই হাসানাতের বাসায় খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, নভেম্বর ১২, ২০২৩
মেয়র পদে অভিষেক: আমন্ত্রণপত্র নিয়ে বড়ভাই হাসানাতের বাসায় খোকন

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বড়ভাই আবুল হাসানাত আব্দুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন ছোটভাই আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ছেলেকে নিয়ে আগৈলঝাড়ার সেরাল গ্রামের বাড়িতে গিয়ে আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত।

এ নিয়ে আবুল হাসানাতের ছোট ছেলে আশিক আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের সেরালস্থ বাসভবনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে আসেন আমার ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ও চাচাতো ভাই প্রত্যুষ। ’

এ বিষয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার বলেন, আমি ছিলাম না। শুনেছি বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত সেরাল বাসভবনে এসেছিলেন। তিনি সেখানে আসার পর বড়ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ বের হয়ে তাকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

এ সময় আবুল হাসানাত আব্দুল্লাহর মেজ ছেলে মঈন আব্দুল্লাহ, ছোট ছেলে আশিক আব্দুল্লাহ ও খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর সেরনিয়াবাত প্রত্যুষ উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে খোকন সেরনিয়াবাত সংসদ সদস্যের বাড়িতে গিয়েছিলেন বলে জানান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গত ৯ নভেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। মেয়াদ শেষ হওয়ার পাঁচ দিন আগে দায়িত্ব ছেড়ে দেন তিনি। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।