ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

১২ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
১২ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

বাগেরহাট: জেলায় ১২ কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সকালে শহরের ভিআইপি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. মিজান হাওলাদার (২৫), পালপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫) এবং কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মো. কাশে আলীর ছেলে কবির হোসেন (২৩)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার বলেন, কাভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে এসেছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি চ্যালেঞ্জ করি। পরে এটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। কাভার্ড ভ্যানটি ৫০ হাজার টাকায় ভাড়া করেছিল মাদক কারবারিরা। গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।