ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

এখনো সরকারের শান্তিপূর্ণ বিদায়ের সুযোগ আছে: গণতন্ত্র মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এখনো সরকারের শান্তিপূর্ণ বিদায়ের সুযোগ আছে: গণতন্ত্র মঞ্চ

ঢাকা: এখনো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে বিদায়ের সুযোগ রয়েছে উল্লেখ করে সরকারের উদ্দেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, যদি এই সুযোগ সরকার গ্রহণ না করে, তাহলে চলমান গণআন্দোলন অচিরেই গণঅভ্যুত্থানে পরিণত হবে।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন ছয় দলীয় এই জোটের নেতারা।

এর আগে তারা নগরীর বিভিন্ন সড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার প্রতিটি গ্রামে-ইউনিয়নে সংঘাত ছড়িয়ে দিচ্ছে। সংঘাত-সংঘর্ষের মধ্য দিয়ে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং আফ্রিকার মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এখনো আলোচনা করে শান্তিপূর্ণ পথে বিদায়ের সুযোগ আছে। যদি সেই সুযোগ সরকার গ্রহণ না করে তবে এই গণআন্দোলন অচিরেই গণঅভ্যুত্থানে পরিণত হবে।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নন, সাংবিধানিক প্রতিষ্ঠান। ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটা পাতানো নীলনকশার নির্বাচনের সহযোগী হবেন না। তাহলে মানুষ সরকারের মতো আপনাদেরও গণদুশমন ও প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে। সুতরাং, তফসিল ঘোষণা স্থগিত রাখুন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, এটি প্রমাণিত। সুতরাং সারা জাতি ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার আইন, বিধি-বিধান তৈরি করেছে।  

পঞ্চাদশ সংশোধনী মানার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাধ্য নয় মন্তব্য করে তিনি বলেন, পঞ্চাদশ সংশোধনীর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই আপনারা তড়িঘড়ি করে নিজেদের ভোটবিহীন যে ক্ষমতা ব্যবস্থার তৈরি করেছেন, সেটিকে টিকিয়ে রাখবার জন্য, নবায়ন করার জন্য পঞ্চাদশ সংশোধনী পাস করে এক কলমের খোঁচায় সেই পদ্ধতিকে বাদ করে দিলেন। এই পঞ্চাদশ সংশোধনী জাতির ঐকমত্যের ভিত্তিতে সংশোধন হয়নি। এই সংশোধনী একটি দলের সংশোধনী। এই সংশোধনী মানার জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাধ্য নয়। আমরা এই সংশোধনীর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।