ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন উদ্‌যাপন

নেত্রকোনা: প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছেন ভক্তরা।

সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বেচ্ছাসেবী সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডার উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোক্তার পাড়া মুক্ত মঞ্চে গিয়ে মিলিত হয়।

 

এ সময় হিমু ও রুপা সেজে তরুণ তরুণীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে শিশুদের নিয়ে মুক্তমঞ্চে কেক কাটেন অতিথিরা।

এর আগে হিমু পাঠক আড্ডার প্রধান উপদেষ্টা আলপনা বেগমের পরিচালনায় র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।  

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‍্যালি, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।