ঢাকা: রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরমান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের গাড়িচালক হিসেবে কাজ করতেন।
সোমবার (১৩ নভেম্বর) ছিনতাইকারীদের কবলে পড়েন আরমান। তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে ছিনতাইকারীরা আরমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মোটর যান চালক আরমান আহত হওয়ার পর আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আরমানের সহকর্মী শাজাহান কবিরসহ অন্যান্যরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। দায়িত্বরত চিকিৎসকরা রাত ৮টার দিকে আরমানকে মৃত ঘোষণা করেন।
নিহত আরমান গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি কাওলা সিভিল এভিয়েশন কোয়ার্টারে দুই নম্বর ম্যাচে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের সহকর্মীদের দাবি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
বিমানবন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজুর তালুকদার জানান, কাওলা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এজেডএস/এমজে