মৌলভীবাজার: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মৌলভীবাজার জেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ নভেম্বর) মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এ তথ্য নিশ্চিত করেছেন। ওইদিন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে সম্পন্ন হওয়া একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।
এতে মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হবে।
জানা গেছে, অনুষ্ঠানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিন দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয় ভবন, মাদরাসা ভবন, কলেজ ভবন, বিশ্ববিদ্যালয় ভবন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ/ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কনটেইনার হাসপাতাল, মেডিকেল কলেজ ভবন, মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবন, কমিউনিটি ক্লিনিক, নিউক্লিয়ার মেডিসিন সেন্টার, নার্সিং কলেজ ভবন, সরকারি ভবন/স্থাপনা, বন্যা আশ্রয়কেন্দ্র, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, সাইলো, ক্রীড়া অবকাঠামো, ইনকিউবেশন সেন্টার, গ্যাস সঞ্চালন পাইপলাইন, গ্যাস অনুসন্ধান কূপ, সড়ক নির্মাণ, স্টেডিয়াম, সেতু নির্মাণ, পর্যটন কেন্দ্ৰ, কনটেইনার টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল, লাইব্রেরি, আশ্রয়ণ প্রকল্প।
অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়সহ ১৮টি প্রান্ত থেকে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বিবিবি/আরবি