ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের পরিবারকে ‘আজীবন আয়ের সমান’ ক্ষতিপূরণ দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
শ্রমিকদের পরিবারকে ‘আজীবন আয়ের সমান’ ক্ষতিপূরণ দেওয়ার দাবি

ঢাকা: মজুরি বৃদ্ধির আন্দোলনে গার্মেন্টস শ্রমিক রাসেল, আঞ্জুয়ারা, জালালুদ্দিন ও ইমরান হত্যার জন্য দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবার প্রতি আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের উপর হামলা- মামলা- হয়রানি বন্ধ, শ্রম আইনের শ্রমিক বিরোধী ১৩(১) ধারার ব্যবহার বন্ধ এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত অগ্রহণযোগ্য ও ত্রুটিপূর্ণ মজুরি পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।


মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হয়।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘শ্রমিক বান্ধব সরকার’ মজুরি ঘোষণার প্রশ্নে মালিকদের পক্ষেই অবস্থান নিয়েছে। মজুরি ঘোষণায় তালবাহনা করে দেরি করা, অন্যায়ভাবে ১০ হাজার ৪০০ টাকা মজুরি প্রস্তাব করে মালিকেরা শ্রমিকদের রাস্তায় নামতে উসকানি দিয়েছে।  

শ্রমিকরা রাস্তায় নামায় সরকার তাদেরকে গুলি করে হত্যা করে শ্রমিক নয় মালিকেরই পক্ষ নিয়েছে বলে মন্তব্য করে শ্রমিক নেতারা বলেন, আন্দোলনের এক পর্যায়ে মজুরি সাড়ে ১২ হাজার টাকা মজুরি ঘোষণা করা হয়। যেটি শ্রমিকদের প্রত্যাশিত নয়। বাজার দর, উচ্চ দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকরা ২৩ হাজার টাকা মজুরি দাবি করেছিল। এই অযৌক্তিক সাড়ে ১২ হাজার টাকা মজুরি ঘোষণা শ্রমিকদের আরো ক্ষুব্ধ করেছে।

বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে ও কমিটির সদস্য খালেকুজ্জামান লিপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ  ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজজামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল।  

বাংলাদেশ সময়: ২২৫৪ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
ইএসএস/এমএমআ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।