ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আনসারের পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদের র‍্যাঙ্ক ব্যাজ পরালেন বাহিনীর ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আনসারের পদোন্নতিপ্রাপ্ত পরিচালকদের র‍্যাঙ্ক ব্যাজ পরালেন বাহিনীর ডিজি

ঢাকা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ জন কর্মকর্তাকে পরিচালক পদবির র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের র‍্যাঙ্ক  ব্যাজ পরানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত পরিচালকরা হলেন- আফজাল হোসেন, মো. সেলিমুজ্জামান, মো. এফতেখারুল ইসলাম, রোকসানা বেগম, ফাতেমা-তুজ-জোহরা, শিরিন সুলতানা, মো. জানে আলম সুফিয়ান ও সদন চাকমা। তারা ২৯তম বিসিএস এর মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন।  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-  প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, গত ১৩ নভেম্বর বাহিনীর ৮ কর্মকর্তাকে উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। একদিন পর তাদের র‍্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন বাহিনীর মহাপরিচালক।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন বাহিনীর মহাপরিচালক।

র‍্যাঙ্ক ব্যাজ পড়ানোর অনুষ্ঠানে এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বাহিনীর উপ-মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসজেএ/ এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।