যশোর: যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফাঁদে পড়ে ১০টি স্বর্ণবারসহ জাহিদুর রহমান নামে এক পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) মনিরামপুর পৌর শহরের বাঁধা ঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদুর মানিকগঞ্জের সিংড়া থানার নুরুল ইসলামের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রুপন কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে মণিরামপুর পৌর শহরের বাঁধা ঘাটা এলাকায় তল্লাশী চালিয়ে ১ কেজি ১ শ’ ৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার সহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমার দেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৪,২০২৩
ইউজি/এমএম