মাগুরা: মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় ব্যাটারি চালিত দুই ইজিবাইকের সংঘর্ষে হারুন ফকির (৬৫) নামের বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান বলেন, রাতে সড়কে দুটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইককের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে হারুন ফকিরের মৃত্যু হয়। এসময় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হন।
আহত মালিহা (৬), মিন্টু (৪০) ও আলিমকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
জিসিজি/এমএম