ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সংবিধানের আলোকেই আমরা নির্বাচন করতে সক্ষম হবো: চিফ হুইপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
সংবিধানের আলোকেই আমরা নির্বাচন করতে সক্ষম হবো: চিফ হুইপ 

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সংবিধানের আলোকেই সঠিক সময়ে শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন করতে সক্ষম হবো। যদি দেশের শান্তি চান, উন্নয়নের ধারাবাহিকতা চান, আগামী প্রজন্মের স্মার্ট বাংলাদেশ চান তবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

'

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি কমিউনিটি ক্লিনিকের ভবন উদ্বোধন শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এ সময় চিফ হুইপ বলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া বিদেশে বসে সারাক্ষণ ষড়যন্ত্র করছে। এদেশের মাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যে ছেলে (তারেক জিয়া) মায়ের মৃত্যু শয্যায় তাকে দেখতে আসে না। সেই ছেলে দেশের মানুষ বিপদে পড়লে দেশে আসবে এটা কেউ বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, তারেক জিয়া ধরাছোঁয়ার বাইরে একজন হুকুমের আসামি। বাসে আগুন দিয়ে মানুষ মারছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, সাংবাদিকদের ওপরও হামলা করা হলো। তাদের কাছে কেউ নিরাপদ নয়। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি উন্নয়নের ধারাবাহিকতা চান, আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ চান তাহলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

এদিন চিফ হুইপ শিবচরের চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর, সন্ন্যাসীরচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ৪ তলা ভবনের ফলক স্থাপন, শিরুয়াইল মা ও শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত নিলখী ইউনিয়নের মুজিব কেল্লা, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের মুজিব কেল্লা, নূর-ই-আলম চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ফলক স্থাপন, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।