ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

অবহেলায় প্রলম্বিত হচ্ছে অর্থঋণ মামলা, দ্রুত পদক্ষেপের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
অবহেলায় প্রলম্বিত হচ্ছে অর্থঋণ মামলা, দ্রুত পদক্ষেপের নির্দেশ

অর্থঋণ আদালত আইন-২০০৩ এর মাধ্যমে অর্থঋণ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত গঠিত হয়েছে। এসব মামলা নিষ্পত্তি জন্য সময় নির্ধারণ করার পাশাপাশি কার্যপদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

তারপরও অর্থঋণ মামলা ঝুলে থাকছে দীর্ঘদিন। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংক। তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মামলা পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নির্দেশনা জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক /প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন অর্থঋণ মামলার রায় ও আদেশ পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক দেখেছে মামলাগুলো নিষ্পত্তিতে প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে। ফলে আমানতকারী ও ব্যাংক উভয়ের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার পেছনে সব পক্ষ বিশেষ করে বাদী ব্যাংকের তরফ থেকে সুদক্ষভাবে মামলা পরিচালনায় অনেক অবহেলা পরিলক্ষিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

এমন অবস্থায় অর্থঋণ আদালতে বিচারাধীন মামলা যথাসময়ে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে সর্বোচ্চ প্রস্তুতি সহকারে মামলা পরিচালনা করতে হবে।

 

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা,নভেম্বর ১৫, ২০২৩
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।