ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

পোশাক শিল্পের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালো বিজিএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
পোশাক শিল্পের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালো বিজিএমইএ

ঢাকা: পোশাক শিল্পের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (১৫ নভেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সইকরা ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, শ্রমিক ভাইবোন, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশ, গনমাধ্যমের কর্মী, স্থানীয় জনগণের ঐকান্তিক সহযোগিতায় বাংলাদেশের পোশাক শিল্প অধ্যুষিত সকল এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজকে কোন কারখানায় শ্রম অসেন্তোষের সংবাদ আমরা এখনও শুনতে পাইনি। শ্রমিকদের কর্মচাঞ্চল্যে শিল্প এলাকাগুলো ভরপুর।

আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলোর শ্রমিক ভাইবোনরা কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করায় এবং শ্রমিক ভাইবোনদের সুষ্ঠুভাবে কাজ করার বিষয়ে মালিকদেরকে আশ্বস্ত করার প্রেক্ষিতে আজ বুধবার আশুলিয়ার সকল বন্ধ পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে গতকাল ১৪ নভেম্বর ও আজ ১৫ নভেম্বর আলোচনা হয়েছে। দু'দিনের আলোচনায় শ্রমিক ভাইবোন, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন, শিল্প পুলিশ, গনমাধ্যমগুলো জানিয়েছে মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলোর শ্রমিক ভাইবোনরা কারখানায় কাজে ফিরতে চান। তাই, আগামীকাল মিরপুরের এবং অন্যান্য সকল স্থানের বন্ধ হওয়া পোশাক কারখাগুলো খুলে দেয়া হবে।

ইনশাল্লাহ আমরা প্রতিটি উদ্যোক্তা আগামী ১লা ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিএমইএ বিশ্বাস করে, পোশাক শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলেই স্ব স্ব অবস্থান থেকে শিল্পকে সহযোগিতা প্রদান সকল সময়েই অব্যাহত রাখবেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এমকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।