ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় অটোরিকশার ধাক্কায় ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
তারাকান্দায় অটোরিকশার ধাক্কায় ২ বাইকার নিহত

ময়মনসিংহ: জেলার তারাকান্দা উপজেলায় মোটরবাইকে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার বওলা পুরান নগর গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মুরাদ মিয়া (৪০) ও একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৬০)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, তারাকান্দাগামী একটি মোটরবাইকের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে অটোরিকশার চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।