ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে এমরান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বাগেরহাটে এমরান হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বাগেরহাট: জেলার কচুয়ায় এমরান শেখ হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মো. মহসিন শেখের ছেলে মো. শাকিল শেখ (২৫) ও মো. রাব্বি শেখ (১৯)। গ্রেপ্তারদের কচুয়া থানায় সোপর্দ করেছে র‌্যাব সদস্যরা।

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ, ৩১ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আঘাতে গুরুতর আহত হন এমরান শেখ। ওইদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত এমরানের বাবা বাদী হয়ে মো. শাকিল শেখ, মো. রাব্বি শেখ ও মোছা. মনজিলা বেগমকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মোছা. মনজিলা বেগমকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।