ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে ১০ দিনব্যাপী ‘রূপসী বাংলা’ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও সম্মাননা দেওয়া অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ফটো সাংবাদিকরা একটি ছবি দিয়ে হাজারটা শব্দের প্রকাশ ঘটায়। তারা বিভিন্ন ঘটনায় অনেক বেশি ঝুঁকি নিয়ে ছবি তোলেন। আর আমরা তা পত্রিকার পাতায় বা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব, সালাউদ্দিন আহাম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে প্রয়াত দুজন ফটো সাংবাদিক মুফতী মুনীর ও মীর মহিউদ্দিন সোহানকে মরণোত্তর এবং দুজন বরেণ্য ফটো সাংবাদিক স্বপন সরকার ও এ কে এম মহসীনকে সম্মাননা দেওয়া হয়।
‘রূপসী বাংলা’ জাতীয় ফটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকায় ৬৬ জন ও জেলা শাখায় ২২ জন। মোট অংশগ্রহণকারী ৮৮ জন। সব মিলিয়ে ছবি জমা পড়ে ৪৮১টি। ‘রূপসী বাংলা’ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রিয়াজ আহাম্মেদ সুমন (ডেইলি সান), দ্বিতীয় মোহাম্মাদ পনির হোসাইন (রয়টার্স) ও তৃতীয় লুৎফর রহমান (দৈনিক কালের কণ্ঠ)।
বিশেষ পুরস্কার পান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও মাহবুব হোসেন খান (দৈনিক সমকাল)।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অতিথিরা।
প্রদর্শনীতে স্থান পায় বাছাইকৃত মোট ১০০টি আলোকচিত্র। প্রদর্শনী চলবে ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
আরবি