ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যমুনায় নৌকা থেকে পড়ে বাঁধ নির্মাণ প্রকল্পের শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, নভেম্বর ১৭, ২০২৩
যমুনায় নৌকা থেকে পড়ে বাঁধ নির্মাণ প্রকল্পের শ্রমিক নিখোঁজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আকব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।  

নিখোঁজ আকব্বর আলীর ছেলে আসাদুল্লাহ বলেন, আজ বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।  

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।  
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।