সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকব্বর আলী (৬০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আকব্বর আলীর ছেলে আসাদুল্লাহ বলেন, আজ বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরএ