ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে ছুটছে মানুষজন, যানজট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে ছুটছে মানুষজন, যানজট ছবি: বাংলানিউজ

ঢাকা: অবরোধ-হরতালের দুইদিন পর একটি স্বাভাবিক দিবস। এর মধ্যে জেঁকে বসেছে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি।

বৃষ্টি উপেক্ষা করে মানুষ বের হয়ে পড়েছে গন্তব্যে। এর প্রভাব পড়ছে রাজধানীর সড়কে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর ও ফার্মগেটে এমন চিত্র দেখা গেছে।

অন্য সময়ে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকা ফাঁকা থাকে, আজ বৃষ্টির মধ্যেও সেখানে যানবাহনের চাপ দেখা গেছে। দুইদিন অবরোধ-হরতালের অনেকেই বাইরে বের হতে পারেনি, কাজ শেষ করতে পারেনি; আজ তারা বের হয়েছেন।
 
টেকনিক্যালে ডায়াবেটিক হাসপাতালের সামনে বিভিন্ন ধরনের গাড়ির লম্বা লাইন। পুড়ান ঢাকার লালবাগে মেয়ের বাসায় যাচ্ছেন সত্তোরোর্ধ আমিরুল ইসলাম। গাড়ির মধ্যে বসে থেকে বলেন, আগেই যাওয়ার দরকার ছিল। হরতালের কারণে যাওয়া হয়নি, অনেকটাই শুক্রবারের জন্য যাওয়ার কাজটি রেখে দিয়েছিলাম। সকালে উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই বের হয়েছি।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিধিলি’তে পরিণত হয়েছে। এতে রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। রাজধানীর কোথাও কোথাও পানি জমেছে।

শুক্রবার তুলনামূলক বেশি মানুষ যাতায়াত করছে ঢাকার বাইরে- সাভার, গাজীপুরের মানুষ। টেকনিক্যাল থেকে শ্যামলী পর্যন্ত লম্বা যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।