ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিধিলির প্রভাবে খাগড়াছড়িতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
মিধিলির প্রভাবে খাগড়াছড়িতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এ জেলায় মেঘাচ্ছন্ন আকাশ ও গুমোট আবহাওয়া হয়ে আছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে ছন্দপতন ঘটেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। এর আগে বৃহস্পতিবার রাতেও একই অবস্থা ছিল।

বৈরী পরিস্থিতি ও ঠাণ্ডা বাতাসের কারণে ঘরমুখী হচ্ছেন বেশিরভাগ মানুষ। হাট বাজার ও দোকানপাটে ক্রেতা সমাগম কম।

এদিকে প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি হলেও খাগড়াছড়িতে কোনো ধরনের দুর্যোগ ঘটার আশঙ্কা নেই। তারপরও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। বৃষ্টিপাতের ধরন বুঝে সচেতনতামূলক মাইকিং করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।