খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এ জেলায় মেঘাচ্ছন্ন আকাশ ও গুমোট আবহাওয়া হয়ে আছে।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে ছন্দপতন ঘটেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। এর আগে বৃহস্পতিবার রাতেও একই অবস্থা ছিল।
বৈরী পরিস্থিতি ও ঠাণ্ডা বাতাসের কারণে ঘরমুখী হচ্ছেন বেশিরভাগ মানুষ। হাট বাজার ও দোকানপাটে ক্রেতা সমাগম কম।
এদিকে প্রশাসন জানিয়েছে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি হলেও খাগড়াছড়িতে কোনো ধরনের দুর্যোগ ঘটার আশঙ্কা নেই। তারপরও প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। বৃষ্টিপাতের ধরন বুঝে সচেতনতামূলক মাইকিং করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এডি/এফআর