ঢাকা: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিপাতও।
শুক্রবার ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় রাজধানীতে লোকজনের চলাচল ছিল খুবই সীমিত। এরপরও যারা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন, বৃষ্টির কারণে তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ভোগান্তি সয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
ছবিতে রাজধানী ও আশপাশে এলাকার চিত্র
বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপরে কাপড় দিয়ে ডেকে গন্তব্যে যাচ্ছে দুই কিশোরী।
ব্যস্ততম খেয়াঘাট বৃষ্টির কারণে যাত্রীশূন্য।
ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে নৌযান চলাচল সীমিত।
বৃষ্টিতে যেন মালামাল ভিজতে না পারে, সেজন্য পলিথিন বেঁধে নিচ্ছেন একজন ভ্যানচালক।
বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে বাড়ি ফিরছে একটি পরিবার।
যাত্রাবাড়ীতে ছাতা টানিয়ে ফুটপাতে ফল বিক্রি করছেন হকাররা।
যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে এলাকাবাসী।
দিনভর বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে রিকশাচালকরা।
গুলিস্তান এলাকায় বৃষ্টির মধ্যে বাসের অপেক্ষায় যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআরএস