ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী ২৩ নভেম্বর দুই দিনের সফরে ভারত যাচ্ছেন। সফরকালে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তিনি যোগ দেবেন।
সূত্র জানায়, পররাষ্ট্রসচিব আগামী ২৪ নভেম্বর ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে দুই পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের নিয়মিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। এবারের বৈঠকেও তিস্তার পানি বণ্টন, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষাসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে আয়োজিত এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
গত ১০ নভেম্বর দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘টু প্লাস টু’ বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা ওঠে। সে প্রেক্ষিতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উঠবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
টিআর/জেএইচ