ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফ-সেন্ট মার্টিন জাহাজ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
টেকনাফ-সেন্ট মার্টিন জাহাজ চলাচল শুরু ফাইল ফটো

কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে দুইদিন বন্ধ থাকার পর শনিবার (১৮ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকালে কেয়ারি এবং বারো আউলিয়া নামের দুটি জাহাজ যাত্রী নিয়ে রওনা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সতর্ক সংকেত জারির কারণে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছিল।

শনিবার আটকেপড়া পর্যটকরা ফিরতে পারবেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, দুইদিন বন্ধ থাকার পর আবারো সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আসছে। যারা দ্বীপে আটকা পড়েছিল তারা অনায়সে ফিরতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৮,২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।