ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে মালবাহী কার্গোতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ফেনীতে মালবাহী কার্গোতে আগুন

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লাললোপ এলাকায় একটি মালবাহী কার্গোতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কার্গোটির সামনের অংশ পুড়ে যায়। এবং গাড়িতে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা  ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কার্গোটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।  

পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে আগামী ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।

এদিকে, মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩ 
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।