ঢাকা: বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজার-মৌচাক এলাকায় গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।
এসব এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় বাস ও প্রাইভেটকারের চলাচল কম।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো পিকেটিং ও মিছিল দেখা যায়নি এই এলাকায়। তবে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশে সহিংসতার পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। যা শেষ হয় গত শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে।
এর মধ্যে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে রোববার থেকে হরতাল ডাকা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
টিআর/এইচএ/